কক্সবাজারে যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত হয়েছেন। আহত ৩০। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের কাশেম (৪২) ও চকরিয়া উপজেলার পূর্বভেওলার মৃত কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪০) এবং ফারুক হোসেন ও রাজিয়া সুলতানা। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজ রোববার বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর পানিরছড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ইউনিক পরিবহনের বাসটি রামুর রশিদ নগরের পানিরছড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে যায়। পরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস বাসটি উদ্ধার করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। গুরুতর আহত দু’জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কক্সবাজার সদর হাসপাতালের কতর্ব্যরত ডাক্তার সত্যম সরকার জানিয়েছেন, আহতদের মধ্যে ৫ জন শঙ্কামুক্ত নন।
জেএইচ